তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রবিবার দুবার আরজি কর হাসপাতালে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিকরা।
সূত্রের খবর, রবিবার বিকেলে সিবিআইয়ের আইনি আধিকারিক হাসপাতালে আসেন। ল অফিসার চলে যাওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বিতীয় টিম আসে আরজি কর হাসপাতালে। চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনাতেই কি ফের হাসপাতালে এল সিবিআই!
প্রসঙ্গত শনিবার কলকাতা পুলিশের ASI অনুপ দত্তের পলিগ্রাফ পরীক্ষা করে সিবিআই। তিনি ধৃত সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ। রবিবার সকালে ফের সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে যান অনুপ দত্ত। ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর বয়ানও রেকর্ডও করা হয়। সূত্রের খবর, পলিগ্রাফ পরীক্ষায় তাঁর বয়ানে কিছু জায়গায় অসঙ্গতি ধরা পড়ে। তাই ফের তাঁকে রবিবার তলব করা হয়।