আবাস যোজনার দুর্নীতি (Awas Yojona Scam) সরেজমিনে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল (Central Team)। ইতিমধ্যে সেই নিয়ে নবান্নকে (Nabanna) চিঠি পাঠিয়েছে কেন্দ্র। জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর ও মালদহ জেলায় দুটি দল জানুয়ারির প্রথম সপ্তাহেই রাজ্যে আসবে। মনে করা হচ্ছে, আগামী ২-৩দিনের মধ্যে রাজ্যে আসবে কেন্দ্রের প্রতিনিধি দল।
কেন্দ্রীয় গ্রমোন্নয়ন মন্ত্রকের সচিব অনিল কুমার সিং মঙ্গলবার এই চিঠি পাঠিয়েছেন রাজ্যকে। মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, দুটি দলেই ৩ জন করে সদস্য থাকবেন। পূর্ব মেদিনীপুরে থাকবেন গ্রামোন্নয়ন মন্ত্রকের ডিরেক্টর শৈলেশ কুমার। কেন্দ্রের নির্দেশ, ওই প্রতিনিধি দলকে সাহায্য করতে হবে রাজ্যকে।
আরও পড়ুন: নতুন দায়িত্বে তাপস রায়, দমদম-ব্যারাকপুর সংগঠনের দায়িত্ব পেলেন তৃণমূল বিধায়ক
কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ওই দুই প্রতিনিধি দল জেলার বিভিন্ন গ্রামে গিয়ে ঘুরবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ কতটা হয়েছে, কীভাবে হয়েছে, তা পরিদর্শন করবেন। নিয়ম মেনে বাড়ি হয়েছে কিনা, কী ধরনের দ্রব্য ব্যবহার করা হয়েছে, সবই খতিয়ে দেখবে ওই প্রতিনিধি দল।