চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3 Landing)। ইসরোর এই সাফল্যে উচ্ছ্বাসে মেতে উঠল কলকাতাও। কলকাতার বিড়লা মিউজিয়ামে (Birla Museum) ধরা পড়ল উন্মাদনার ছবি। চন্দ্রযানের অবতরণ লাইভ দেখানোর ব্যবস্থা করা হয়েছিল এই বিড়লা মিউজিয়ামে। ইসরোর (ISRO) প্রধান এস সোমনাথের ঘোষণার পরেই একাধিক স্কুলের পড়ুয়া, বিড়লা মিউজিয়ামের কর্মীদেরও উচ্ছ্বাসে সামিল হতে দেখা যায়।
প্রত্যেক ভারতীয়ের জন্য ঐতিহাসিক মুহূর্ত। চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রম সফল ভাবে অবতরণ করার পর উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজ্ঞানীরা। চার বছর আগে ব্যর্থতার পর এই সাফল্যে খুশি আপামর দেশবাসী। মহাকাশবিজ্ঞান প্রেমীরা এই ঐতিহাসিক মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।
আরও পড়ুন: চাঁদে অবতরণের আগের মুহূর্ত কেমন ছিল, ল্যান্ডার বিক্রমের ছবি শেয়ার করল ISRO
গতবার অবতরণের সময়ই ব্যর্থ হয় অভিযান। এবার তাই ভয় ছিল। আদৌ পারবে তো অবতরণ করতে! কিন্তু ইসরোর বিজ্ঞানীরা সফলভাবে সেই অগ্নিপরীক্ষা পার করায় খুশি বিড়লা মিউজিয়ামের উপস্থিত প্রত্যেক সদস্য। এবার চাঁদ থেকে চন্দ্রযান ৩ কী কী তথ্য নিয়ে আসে, তার দিকে নজর থাকবে দেশের।