কলকাতায় নানা কর্মসূচিতে যোগ দিতে শুক্রবার শহরে এলেন কিউবার বিপ্লবের অন্যতম নায়ক আর্নেস্তো 'চে' গেভেরা মেয়ে আলেইদা গেভেরা। এদিন সকালে তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান বাম কর্মী-সমর্থক। আজ, শুক্রবার এবং শনিবার কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। যেতে পারেন চন্দননগরেও। সঙ্গে থাকছেন চে-র নাতনি এস্তেফানিয়া মার্টিন। ভারতে এসে গত সপ্তাহে তিরুঅনন্তপুরমে সিপিএমের গণতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারতীয় সম্মেলনে বৃন্দা কারাটদের ডাকে অতিথি হয়ে গিয়েছিলেন আলেইদা।
কেরলের রাজধানীতে এই নাগরিক সংবর্ধনায় হাজির ছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। আলেইদার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা। এআইপিএসও-র উদ্যোগে ওই সব কর্মসূচিকে সর্ব স্তরের মানুষকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
এদিন বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চে কন্যাকে গণ সংবর্ধনা দেওয়া হবে। তার আগে ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যালের এক সভায় যোগ দেবেন তিনি।