শহরে এসেছেন চে গেভারার কন্যা আলেইদা গেভারা। শনিবার দিনভর কর্মসূচি ছিল তাঁর। সকালে উত্তরপাড়া, দুপুরে কলেজ স্ট্রিট। বিকেলে এনআরএস হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে একঘণ্টার আলাপচারিতার অনুষ্ঠান ছিল। কিন্তু শ্বাসকষ্টের জন্য ১০ মিনিটে অনুষ্ঠান সেরে বেরিয়ে যান তিনি।
অনুষ্ঠানের আয়োজক, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে অর্জুন দাশগুপ্ত জানান, ওর শ্বাসকষ্টজনিত সমস্যা আছে। কলকাতার দূষণের জন্য সেই সমস্যা বেড়েছে বলে মনে করা হচ্ছে। তবে শ্বাস নিতে সমস্যা সত্ত্বেও বক্তৃতা করেন আলেইদা। এমনই জানিয়েছেন উদ্যোক্তারা।
শনিবার এনআরএস-এর সিস্টার নিবেদিতা সভাগৃহে মাস্কে মুখ ঢেকেই কথা বলতে দেখা যায় আলেইদাকে। চে-কন্যা অনুষ্ঠানে জানান, "বিশ্বের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত হতে হবে। যাতে সব মানুষ সব ধরনের চিকিৎসা পান।" কিউবায় চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে ভেদাভেদ করা হয় না। আলেইদা নিজের দেশ সম্পর্কে জানান, ক্যানসার, টিকাকরণ ও শল্য চিকিৎসায় কিউবা অনেক উন্নতি করেছে।