ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যেই রাজ্যের উপকূলের শুরু হয়েছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোকাবিলায় কন্ট্রোল রুম তৈরি করেছে নবান্ন। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে লোকসভার প্রচারে গিয়ে ঘূর্ণিঝড় নিয়ে রাজ্যবাসীকে ফের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানিয়েছেন, জলভরা মেঘকে পাশ কাটিয়ে এসেছে তাঁর হেলিকপ্টার।
শুক্রবার বিকেল থেকেই পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। শনিবার এই অঞ্চলের কাঁথি ও তমলুকে হবে লোকসভার নির্বাচন। আলিপুর আবহাওয়ার দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, পূর্বাভাস যা, তাতে নির্বাচনী প্রক্রিয়ার উপর তার কোনও প্রভাব পড়বে না। কারণ, শনিবার রাতের পর থেকেই দাপট দেখাবে রেমাল।
এদিকে, শনিবার থেকেই কলকাতায় আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতকর্তা জারি করল আলিপুর। একইসঙ্গে জানানো হয়েছে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। তার দাপট ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।