অন্যায় করলে শাস্তি হবেই। হাঁসখালির ঘটনা (Hanskhali) নিয়ে সোমবার একটি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, "সব কিছুতে তৃণমূলকে টানার কোনও অর্থ নেই। অন্যায় করলে শাস্তি হবে। রাজনৈতিক রং না দেখেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।"
হাঁসখালির ঘটনায় অভিযুক্তের তৃণমূলের (TMC) সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। জানান, ধর্ষণ কাণ্ডে তৃণমূল নেতার ছেলের যোগ থাকাতেই এত দেরিতে গ্রেফতার। এদিন হাঁসখালির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এটা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে নয়। এটা দিল্লিতে হয় না। এটা বাংলায় হয়। এটা কোনও রাজনৈতিক দলের বিষয় নেই। এখানে সবাই তৃণমূল করেন। বাবা,মা পরিবার সবাই তৃণমূল। তাই তৃণমূলকে টানবার কী দরকার! পশ্চিমবঙ্গে সবাই তৃণমূলে। বাবা যদি তৃণমূল করে, ছেলে করেছে, না কী অন্যায় করেছে- তাতে তৃণমূলকে টানা কেন? তৃণমূলকে আপনার কাছে চোখে দেখলেই সর্ষে ফুল মনে হচ্ছে।"
আরও পড়ুন: 'রেপ বলবেন নাকি প্রেগনেন্ট বলবেন নাকি লাভ অ্যাফেয়ার্স বলবেন', প্রশ্ন মুখ্যমন্ত্রীর
এদিন হাঁসখালির ঘটনা নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, "প্রেগনেন্ট বলবেন, নাকি লাভ অ্যাফেয়ার বলবেন, না কি শরীর খারাপ ছিন, না কি কেউ ধরে মেরেছে। আমি পুলিশকে বলেছি, ঘটনাটি কী?" এই নিয়েও বিতর্ক নতুন করে দানা বেঁধেছে। তাঁর অভিযোগ, বারবার যে গ্যাসের দাম, তেলের দাম, পেট্রলের দাম বাড়ছে তা নিয়ে কোনও আলোচনা হচ্ছে না। ।