স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্য়েই গ্রেফতার প্রাক্তনমন্ত্রী শিক্ষামন্ত্রী-সহ সাত জন। তার মধ্য়ে শিক্ষক দিবসের মঞ্চ থেকে রাজ্যে বিপুল পরিমাণ শিক্ষক নিয়োগের কথা ফের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি জানিয়েছেন, ৮৯ হাজার নতুন পদে শিক্ষক নিয়োগ করা হবে। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যের ৩০ হাজার যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।
এদিনও রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক জনস্বার্থ মামলা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। নাম না করে ফের এরজন্য সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যকেই কাঠগড়ায় তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, একটা করে পিল খেয়ে নেয়।
শুধু শিক্ষক পদে নয়, নিয়োগ হবে দক্ষতাভিত্তিক পদেও। রাজ্যের তরফে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে ৩০ হাজার যুবক-যুবতীকে চাকরি দেওয়া হবে। আগামী ১৫ দিনের মধ্যে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বহু যুবক-যুবতীর অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা চাকরি পাননি। এমনকী, রাস্তায় নেমে আন্দোলন করছেন তাঁরা।