হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করেই কালীঘাটে তৈরি করা হবে স্কাইওয়াক (Skywalk)। বৃহস্পতিবার নববর্ষের প্রাক সন্ধ্যায় কালীঘাটে পুজো দিয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “কালীবাড়িতে ৩০০ কোটি টাকা খরচ করে স্কাই ওয়াক (Skywalk) তৈরি করা হচ্ছে। দক্ষিণেশ্বরের মতো করে। তবে হকারদের কোনও চিন্তা নেই। কিছুদিনের জন্য সরতে হলেও প্রত্যেকের জন্য ব্যবস্থা করা হবে। সবাইকে ফিরিয়ে আনা হবে।”
প্রতিবছরের মতো এবারও নববর্ষের আগের দিন কালীঘাটে (Kalighat) এসে রাজ্যবাসীর জন্য পুজো দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, শুক্রবার থেকে নতুন বছর। সকলের খুব ভাল কাটুক, শুভ কাটুক। সবাই আনন্দে থাকবেন। এর ফাঁকেই তিনি খোঁজ নেন কালীঘাটের স্কাই ওয়াক নির্মাণকার্যের। বৃহস্পতিবার পৌনে ছ’টা নাগাদ কালীঘাট মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমেই প্রথমে কালীঘাট মন্দিরে যে স্কাই ওয়াকের কাজ চলছে তার খোঁজ খবর নেন। কতদূর কাজ হয়েছে তা শোনেন। এরপর রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান তিনি।
এরপরই মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। পুজো দিয়ে বেরিয়ে কালীঘাটের স্থানীয় হকারদের আশ্বস্ত করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, স্কাইওয়াকের কাজ শেষ না হওয়া পর্যন্ত হাজরা পার্কে অস্থায়ী ভাবে হকারদের জন্য দোকান ঘর করে দেওয়া হবে। নির্মাণের কাজ শেষ হলে আবার হকারদের কালীঘাটে ফিরিয়ে আনা হবে। ঠিক দক্ষিণেশ্বরে যে ভাবে হয়েছিল, কালীঘাটের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হবে।
আরও পড়ুন: সিপিএমের উদ্যোগে সম্পন্ন হাঁসখালির নির্যাতিতার শেষকৃত্য, বাড়িতে ফরেনসিক দল
গত বছর ভোটের সময় পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবুও ভাঙা পা নিয়ে কালীঘাটে এসে পুজো দিয়েছিলেন তিনি। এবারও রাজ্যবাসীর শুভ কামনায় পুজো দিলেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, “বাংলার সকলের জন্য শুভ ও শান্তি কামনা করতে এসেছিলাম। আমি বহুবছর ধরেই নববর্ষের আগের দিন কালীঘাটে আসি। রাজ্যের মানুষের জন্য পুজো দিই। যতদিন বাঁচব ততদিন আসব। মায়ের কাছে প্রার্থনা করতে আসি, যাতে মানবিকতা বজায় থাকে। মনুষ্যত্ব বজায় থাকে।”