৯ অগাস্ট ২ ০ ২ ৪ , কলকাতার বুকে ঘটে যায় এক নৃশংসক ঘটনা , যার জেরে উত্তাল হয় তিলোত্তমা , রাজ্য, দেশ , বিদেশ। কলকাতার আরজি কর হাসপাতালে এদিন এক মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণ করা হয়। ঘটনায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে সিভিক ভলেন্টিয়ারকে। ৮ জানুয়ারি ধৃত সিভিককে কোর্টে পেশ করা হলে তাঁর আইনজীবী সৌরভ বন্দ্যোপাধ্যায়, কোর্টে দ্রুত সিভিক্সকে বেকসুর খালাসের দাবি জানায়।
সংবাদ মাধ্যমকে সৌরভ বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন সিবিআই তাঁর চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসাবে ধৃত সিভিকের নাম উল্লেখ করেছে। CBI তাঁর এই যুক্তির পক্ষে যে প্রমাণ দিচ্ছে তা পর্যাপ্ত নয়। সৌরভ আরও বলেন ধৃত ভলেন্টিয়ার নির্দোষ তাঁকে ফাঁসানো হয়েছে।
সৌরভ বলেন, "এটি সম্পূর্ণ মিথ্যা, সাজানো ঘটনা, আদালতে আমরা বলেছি অভিযুক্ত সিভিক কিছুই করেননি ওকে ফাঁসানো হয়েছে। আমরা তাই আদালতে ওকে বেকসুর খালাসের দাবি জানিয়েছি"। সৌরভ আরও বলেন," নির্যাতিতার শরীরে ধস্তাধস্তির কোনও চিহ্ন নেই। CBI তো বলছে ঘটনার সময়, নির্যাতিতার উপরে ছিলেন অভিযুক্ত, তাহলে তো তাঁর শরীরে ধস্তাধস্তির চিহ্ন থাকা উচিত ছিল , জামা ছিড়ে যাওয়া উচিত ছিল, তেমন কিছুই তো হয়নি, হতেই পারে এই ঘটনা পুরোটাই সাজানো" ।