দুর্গাপুজোকে কেন্দ্র করে কলকাতায় শোভাযাত্রা। শোভাযাত্রার একদম প্রথম সারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের অন্য মন্ত্রীরা। দুর্গাপুজোর একমাস আগে থেকে শহরে আগমনী সুর। UNESCO-কে ধন্যবাদজ্ঞাপন রাজ্যের। বৃহস্পতিবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেট থেকে শুরু হয় দুর্গাপুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা। ধামসা মাদল, লোকগান, ছৌ নাচ, সবই দেখা যায় মিছিলে। লাল-পেড়ে শাড়ি সহ একাধিক সাজে মিছিলে যোগ দিয়েছেন বিভিন্ন পুজো কমিটির সদস্যরা।
কলকাতা ছাড়াও হাওড়া, সল্টলেক, রাজারহাট থেকে শোভাযাত্রায় যোগ দেয় বিভিন্ন ক্লাব। কারও হাতে ব্যানার, কেউ বাজাচ্ছেন শাঁখ, কেউ বা উলুধ্বনি। মিছিলে আছে সুসজ্জিত রঙিন ছাতা। মিছিলের রঙের ব্যবহারে আরও রঙিন হয়ে ওঠে এই পদযাত্রা। ঢাকের বাদ্যি, বাউল গান, একচালা ঠাকুরের রেপ্লিকা, সব মিলিয়ে বৃষ্টিস্নাত কলকাতা দেখল অন্য ছবি।