সৌরভকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। এবার মহারাজকে নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, অমিত শাহের ছেলে যখন বোর্ডে আছেন, তখন সৌরভকে কেন বাদ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে সৌরভকে আইসিসি-তে পাঠানোর অনুরোধও করেন তিনি।
উত্তরবঙ্গ সফরে রওনা দেওয়ার আগে দমদম এয়ারপোর্টে সৌরভকে নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আমি সারা পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের পক্ষ থেকে বলব, সৌরভ আমাদের গৌরব। সৌরভ যথেষ্ট দক্ষতার সঙ্গে মাঠেও খেলেছে, প্রশাসনও চালিয়েছেন। ও বিসিসিআইয়ের সভাপতি ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ সৌরভের জন্য ছিল, অমিত শাহের ছেলের জন্যও ছিল। তা হলে সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে?"
আরও পড়ুন: সব টিকিট শেষ, হাউসফুল মেলবোর্নে বৃষ্টি কি ভেস্তে দেবে ভারত-পাকিস্তান ব্লকবাস্টার ম্যাচ ?
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সৌরভকে আইসিসি-তে পাঠানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তিনি অনুরোধ করবেন। মুখ্যমন্ত্রী বলেন, "সৌরভ দেশের গর্ব। যারা ক্রিকেট খেলে, সবাই ওকে চেনে। জনপ্রিয় ব্যক্তিত্ব। সরকারের কাছে অনুরোধ, এতে রাজনীতি ঢোকাবেন না। কোনও প্রতিহিংসা দেখাবেন না। খেলার স্বার্থে সিদ্ধান্ত নিন।"