নিজের স্বপ্নের ভারত (Dream Of India) কেমন হবে ! জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার এই নিয়ে টুইট করেন তিনি। সেখানে তিনি লেখেন, "ভারতের জন্য আমার স্বপ্ন আছে। মানুষের জন্য আমি এমন একটি দেশ গড়তে চাই, যেখানে ক্ষুধার্ত কেউ থাকবে না। কোনও মহিলা নিরাপত্তাহীনতায় ভুগবে না। যেখানে শিশু শিক্ষার আলো দেখবে।"
স্বাধীনতা দিবসে (Independence Day 2022) বেশ কয়েকটি বিষয়কে টুইটারে সামনে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাউকে নাম করে আক্রমণ না করেও স্বপ্নের দেশ নিয়ে তিনি, "সে দেশে সবাইকে সমানভাবে দেখা হবে। কোনও দমনমূলক শক্তি মানুষের মধ্যে বিভেদ তৈরি করবে না। সম্প্রীতির দিন আসবে।" মুখ্যমন্ত্রী লেখেন, "দেশের মহান মানুষের কাছে প্রতিশ্রুতি, আমি আমাদের স্বপ্নের ভারত গড়ার জন্য প্রতিদিন চেষ্টা করব।" রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রের শাসকদলকেই পরোক্ষে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: এবার নেতাজিকে ঘরে ফেরানোর সময় এসেছে, স্বাধীনতা দিবসে বিবৃতি কন্যা অনিতার
টুইটারে নিজের টুইটের পাশাপাশি মানুষের কাছেও একটি প্রশ্ন ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, "আমার ভারতবাসী, ভারতের জন্য আপনাদের স্বপ্ন কী?"