নিয়োগ বিতর্কের মধ্যে জুন মাসে কলেজ সার্ভিস কমিশনের (College Service Commission) ইন্টারভিউ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা নিয়ে জল্পনা তুঙ্গে। কলেজ সার্ভিস কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুন মাসে ইন্টারভিউ (Interview) স্থগিত রাখা হবে। ইন্টারভিউ হবে জুলাই মাসে। কমিশনের দফতর সংস্কারের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত কয়েকদিন আগেই কলেজ সার্ভিস কমিশনে নিয়োগে দুর্নীতি নিয়ে পথে নামেন চাকরিপ্রার্থীরা। রাষ্ট্রবিজ্ঞানের তালিকায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম থাকা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। এই জন্যই কি ইন্টারভিউ স্থগিত করা হয়েছে! তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুন: ফের শিরোনামে অঙ্কিতা, এবার কলেজ সার্ভিস কমিশনের তালিকায় নাম
উল্লেখ্য, ২৬ এপ্রিল কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন অঙ্কিতা। তারপরেই তার নাম কলেজ সার্ভিস কমিশনের তালিকায় ওঠে। তাই স্কুল শিক্ষিকার চাকরি গেলেও এবার অঙ্কিতাকে অধ্যাপিকার ভূমিকায় দেখা যেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।