'মানুষ চাইছেন বলেই আমরা এগিয়ে যেতে পারছি।' মঙ্গলবার 'সাগর থেকে পাহাড়' পদযাত্রায় সামিল হয়ে এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী(Adhir Chowdhury)। এদিন কলকাতার চিড়িয়া মোড় থেকে বিটি রোড পর্যন্ত কংগ্রেসের এই পদযাত্রায় অংশ নেন অসংখ্য মানুষ। তাঁদের এই পদযাত্রার সঙ্গে রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোটের কোনও সম্পর্ক নেই বলেও জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। মঙ্গলবার কংগ্রেসের পদযাত্রায় পা মেলান কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য(Congress MP Pradip Bhattacharya), কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়(Congress Spokesperson Soumya Aich Roy), কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার সহ অনেকে।
চিড়িয়া মোড় থেকে ধামসা-মাদলের তালে তালে কংগ্রেসের(Sagar Se Pahar Tak Rally) এই সুসজ্জিত মিছিল শুরু হয়। তেরঙ্গা বেলুন, ফিতে, ফুল, মালা নিয়ে মিছিলে পা মেলান কংগ্রেস কর্মীরা(Congress Workers)। রাহুল গান্ধীর(Rahul Gandhi) ডাকে যেভাবে সাধারণ মানুষ পথে নামছেন তাতে আপ্লুত অধীর ধন্যবাদ জানিয়েছেন সকলকে।
আরও পড়ুন- Delhi Accident Inquiry: দিল্লিকাণ্ডে তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ অমিত শাহের, দায়িত্বে শালিনী সিং
আগেই পদযাত্রার জন্য বামফ্রন্ট নেতৃত্বকে(Left Front) আমন্ত্রণ জানায় কংগ্রেস হয়েছে। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য(Congress MP Pradip Bhattacahrya) নিজে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর(Biman Basu) সঙ্গে যোগাযোগ করেন। আমন্ত্রণ জানানো হয়েছিল বামমনস্ক বুদ্ধিজীবী বাদশা মৈত্র, শ্রীলেখা মিত্র, দেবদূত ঘোষদের।