গত ১৫ দিনে ৩৮২ জন কোভিড আক্রান্ত হয়েছেন কলকাতায়। যা রীতিমতো উদ্বেগের বলেই দাবি। ইদের জন্য শহরের প্রতিটি বাজারে ভিড় রয়েছে। বৃহস্পতিবার থেকেই ওই বাজার গুলির উপর নজরদারি বাডানো হবে। দোকানিদের তো বটেই ক্রেতাদের মধ্যেও মাস্ক বিলি করা হবে। মানতে হবে শারীরিক দুরত্ব। এই মুহূর্তে কলকাতা পুরসভার প্রতিটি বরোতেই চলছে কোভিড টেস্ট। বুধবার এই ব্যাপারে বৈঠকে বসেছিল পুরসভা।
ডেপুটি মেয়র অতীন ঘোষের নেতৃত্বে বুধবার বৈঠকে বসেছিল পুরসভা। ৮৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারমিতা চট্টোপাধ্যায় কোভিড আক্রান্ত। কোভিড পজিটিভ হয়েছেন ডেপুটি চিফ মেডিক্যাল হেলথ অফিসারও। যে ৩৮২ জন কোভিড আক্রান্ত, তাঁদের মধ্যে ৮১ জনের জ্বর সর্দি-কাশির মতো উপসর্গ রয়েছে। কিন্তু সিংহভাগ রোগীর কোনও উপসর্গ নেই।
নতুন করে ভ্যাকসিন চেয়ে জানুয়ারি মাসেই কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছে পুরসভা। মেয়র পারিষদ জানিয়েছেন, এখনও ভ্যাকসিন আসেনি। নতুন ভ্যাকসিন না এলে বুস্টার ডোজ দেওয়া যাচ্ছে না।