অনেকদিন ধরেই বামেদের বিরুদ্ধে ‘আম জনতার’ অভিযোগ ছিল, নতুন প্রজন্মকে সুযোগ দেওয়া হচ্ছে না। কিন্তু গত বিধানসভা নির্বাচন থেকেই কার্যত দলের তরুণ তুর্কিদের হাতে দায়িত্ব তুলে দিয়ে বয়স-নীতি মেনে চেয়ার ছেড়েছেন সিপিএম নেতা বিমান বসু। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে বর্ষীয়ান এই বাম নেতার মত, দলের ‘ইয়ং ব্রিগেড’কে বড় ভূমিকা নিতে হবে। নতুন ইতিহাস রচনার সময় এসেছে। ‘
Bangalore News: ম্যানিক্যুইন সেজে মলের পোশাক ও গয়না পরে চম্পট দিল চোর, সিসিটিভি দেখে কিনারা করল পুলিশ
চেয়ার এবং ক্ষমতা আঁকড়ে কেউ যেন দলের মধ্যে পড়ে না থাকেন সেই পরামর্শ দিয়েছেন বিমান বসু , পাশাপাশি এবারে দলীয় একটি শারদ সংখ্যায়, ‘নতুন প্রজন্মের কমিউনিস্টদের দায়িত্বশীল ভূমিকা’ নিয়ে আলোকপাত করেছেন তিনি। হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, বর্তমানের সামাজিক রাজনৈতিক সমস্ত সমস্যার মোকাবিলা করতে হলে আন্দোলন-সংগ্রামের ধার বাড়াতে হবে বলে মত তাঁর। খুব শিগগরিই এই নিয়ে দলের অভ্যন্তরে রণকৌশল তৈরি হবে বলেও জানান তিনি।