'চোর ধরো, জেলে ভরো' স্লোগান তুলে শুক্রবার CGO কমপ্লেক্স অভিযানে বামেরা (Left Front)। এই বিক্ষোভের যদিও অনুমতি দেয়নি পুলিশ। লেকটাউন ফুটব্রিজ থেকে দক্ষিণ দমদমের চারটি এরিয়া কমিটির পক্ষ থেকে মিছিল শুরু হয়।
নিয়োগ দুর্নীতি, গরুপাচার, কয়লাপাচার কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের তদন্ত দ্রুত করার দাবিতে পথে নেমেছেন বাম কর্মী সমর্থকরা। পাশাপাশি যারা এখন অধরা, তাদেরকেও দ্রুত গ্রেফতার করার দাবিও তুলেছেন। নিয়োগ দুর্নীতিতে যারা জড়িত, প্রত্যেককে গ্রেফতারের দাবিতে এই মিছিল। এদিন মিছিলে ছাত্র-যুব সংগঠন, সিপিএম ও বামফ্রন্টের একাধিক সংগঠন অংশ নেয়।
আরও পড়ুন: সুপ্রিম স্বস্তি ১৯ তৃণমূল নেতার, সম্পত্তি মামলায় স্থগিতাদেশের নির্দেশ
এদিনের মিছিল নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "এখন বামপন্থীরাই রাস্তায়। গত ১০-১২ বছর ধরে বামপন্থীরা ছাড়া আর কারা রাস্তায় আছেন! তৃণমূল ও বিজেপি সরকার একমাত্র বামপন্থীদের ভয় পায়। এখনও ওদের জানা নেই, কমিউনিস্টরা অন্য ধাতুতে গড়া। টের পাবে এবার।"