দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়িতে ফের ফাটল। শুক্রবার সকালে আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেড়িয়ে আসেন এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় যান স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে। এলাকাবাসীদের স্থায়ী পুনর্বাসনের দাবিতে সোচ্চার হন তিনি। উলেখ্য, ভাড়াবাড়ির কথা জানানো হলেও মেট্রো কর্তৃপক্ষ স্থায়ী পুনর্বাসন সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি বলেও অভিযোগ বাসিন্দাদের।
জানা গিয়েছে, শুক্রবার ভোর রাত থেকে ওই এলাকার একাধিক বাড়িতে ফাটল দেখা যায়। বাসিন্দাদের অভিযোগ, মেট্রোর কাজের জন্য ফের সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। এলাকার অন্তত ১০টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। সকাল থেকেই প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এর জেরে দফায় দফায় বিক্ষোভ দেখান এলাকাবাসী। যেভাবে ফাটল ধরেছে বাড়িগুলিতে, তাতে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলেই মনে করছেন অনেকে।
আরও পড়ুন- Crack in Bowbazar Houses: দুর্গা পিতুরি লেনের স্মৃতি ফিরল! বৌবাজারের বেশ কিছু বাড়িতে আবারও ফাটল
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনার পরে ইস্ট-ওয়েস্ট মেট্রোকে খবর দেওয়া হলেও প্রায় ২ ঘণ্টা পরে মেট্রো আধিকারিকরা সেখানে আসেন। অন্যদিকে মেট্রো কর্তৃপক্ষের দাবি, বাসিন্দাদের বিক্ষোভে তাঁরা এলাকায় ঢুকতেই পারেননি। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী। মাইকিং করে এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। ইতিমধ্যে ১০টি বাড়ি খালি করা হয়েছে।