ভ্যালেনটাইনস ডে-র (Valentine Day) উপহারের আকর্ষণীয় ছাড়। অভিযোগ, সেই লিঙ্কে ক্লিক করে প্রিয়জনকে প্রেম দিবসের উপহার দিতে গেলেই বাধবে গোল। কলকাতা পুলিশের আশঙ্কা ওই লিঙ্কের মধ্যে থাকতে পারে প্রতারণার ফাঁদ (Cyber Crime)। যেখানে ক্লিক করলেই নিমেষে ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এমনটাই মনে করছেন লালবাজারের গোয়েন্দারা।
সেই কারণেই ভ্যালেনটাইনস ডে' কে সামনে রেখে যাতে কোনও অপরাধ না হয় তা নিয়ে শহরবাসীকে আগাম সতর্ক করছে কলকাতা পুলিশ। যতই অফার থাকুক, কেউ মোবাইলে আসা কোনও লিঙ্কে যেন না ক্লিক করেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে সচেতনতার বার্তা দিচ্ছে কলকাতা পুলিশ।
আরও পড়ুন- শেষ চলতি বছরের বইমেলা, আবার একটা বছরের অপেক্ষা, মন খারাপ বই-পোকাদের