শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত মিডিলম্যান প্রসন্ন রায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার দিলীপ ঘোষের নামের দলিল। যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। অস্বস্তিতে বিজেপি।
সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই আদালতে একটি সিজার লিস্ট জমা দিয়েছে। সেই সিজার লিস্টে ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রসন্নর আবাসন থেকে তদন্তকারী সংস্থা কী কী পেয়েছে তার বিবরণ। আর এই তালিকার ৮ নম্বর পয়েন্ট দেখেই হতবাক সকলে। প্রসন্ন বাড়ি থেকে মিলেছে দিলীপ কুমার ঘোষের নামের দলিল।
কিন্তু এই দিলীপ ঘোষ কি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ? এই প্রশ্নও উঠেছিল। কিন্তু এই বিষয়ে যে সন্দেহের অবকাশ নেই তা নিজেই জানিয়েছেন দিলীপ ঘোষ। স্বীকার করেছেন ওটা তাঁর জমির দলিল।
জানা গিয়েছে, সৌভিক মজুমদার নামে একজনের থেকে দিলীপ ঘোষ দক্ষিণ ২৪ পরগনায় একটা জমি কিনেছিলেন। সেই জমির দলিল মিলেছে প্রসন্নের বাড়ি থেকে। যদিও এ ব্যাপারে দিলীপ ঘোষ জানিয়েছেন, একটা সময় প্রসন্নের আবাসনেই থাকতেন তিনি।
প্রসন্ন কি কাজ করেন ? কোনও দুর্নীতিতে যুক্ত কি না তা কোনও ভাবেই তিনি জানতেন না। বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত একটি বিষয়ের কাজে তিনি নিজের জমির দলিলটি প্রসন্নকে দিয়েছিলেন। তবে, এই সাফাইয়ের পরেও বেজায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। আর সেই সুযোগই কাজে লাগিয়ে আক্রমণ শানাচ্ছে তৃণমূল।