আরজি করের ঘটনার উত্তাপ দিনে দিনে আরও বাড়ছে। পুজো এলে যেই স্পর্ধা নিভে যাবে বলে ধরে নিয়েছিলেন একাংশের মানুষ, তাঁরা বুঝে গিয়েছেন এবারের লড়াই এত তাড়াতাড়ি থামার নাম করবে না। সমাজের সমস্ত স্তরের মানুষ ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন। চিকিৎসক, চাকরিপ্রার্থীরা থেকে শুরু করে তারকা, ছাত্র কেউ বাকি নেই।
এবার এই লড়াইয়ের অংশ হলেন সুইগি, জম্যাটো, ব্লিঙ্ক ইটের মতো ডেলিভারি অ্যাপের কর্মীরাও। বুধবার নিজেদের সংস্থানের টিশার্ট গায়ে পরে বাইক মিছিল করেন ডেলিভারি কর্মীরা। মুখে সেই এক দাবি, ‘উই ওয়ান্ট জাস্টিস’।
বিরাট মিছিল নিয়ে তাঁরা বাইপাস ধরে স্লোগানিং করতে করতে এগিয়ে যায়। ১৪ অগাস্টের পর, আজও রাতে ১ ঘণ্টা আলো নিভিয়ে প্রতিবাদ জানানোর ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা, পাশাপাশি রাজ্য জুড়ে রাত দখলের ডাক ও দিয়েছেন তাঁরা। এই প্রতিবাদে উপস্থিত থাকতে পারেন নির্যাতিতার পরিবারও।