জোড়া মিছিলে স্তব্ধ হতে পারে মধ্য কলকাতার পথঘাট। একটি মিছিল শিক্ষক নিয়োগের কাণ্ডের আন্দোলনকারীরা, অন্য একটি মেডিক্যাল ছাত্রদের। চাকরিপ্রার্থীদের মিছিলটি শিয়ালদহ থেকে ধর্মতলার পথে অন্যটি কয়েকঘণ্টার ব্যবধানে মেডিক্যাল কলেজ থেকে বেরিয়ে যাবে ধর্মতলা। সুতরাং এই সময়ে বিপুল যানজটে নাকাল হতে পারেন নিত্যযাত্রীরা, এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, চাকরিপ্রার্থীদের এই মিছিলে সমস্ত আন্দোলনকারীরাই যোগ দিতে চলেছেন ৭০০ জনের উপর মানুষ। সংখ্যা আরও বাড়তে পারে বলেও রয়েছে ধারণা।
Kharagpur Municipality Chairman Resigns: পদত্যাগ করলেন খড়্গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার
দ্বিতীয় মিছিলটি শুরু হওয়ার কথা বেলা ৪ টে থেকে। মেডিক্যাল কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বেরিয়ে মিছিলটি ধর্মতলার উদ্দেশ্যে যাবে। জমায়েত হতে পারে ৩০০ ছাত্রছাত্রীর। সুতরাং নিত্যযাত্রীরা বিপুল ভোগান্তির শিকার হতে পারেন।