ফের ট্রেন চলাচল ব্যাহত শিয়ালদহ মেন শাখায়। যান্ত্রিক গোলযোগের কারণে সপ্তাহের শেষ কর্মব্যস্ত দিনে বাড়ি ফেরার সময়ে বিপাকে যাত্রীরা। জানা গিয়েছে, নৈহাটিতে যান্ত্রিক গোলযোগ হওয়ার কারণে শিয়ালদহমুখী সমস্ত ট্রেন আটকে রয়েছে।
এদিকে অন্যপ্রান্তে ট্রেন আটকে পড়ায় আপ লোকালগুলিও সময়ে ছাড়ছে না। রেল সূত্রে খবর, আপাতত নৈহাটি পর্যন্ত ট্রেন চালানো হচ্ছে। সন্ধ্যা হতেই ভিড় বাড়ছে নিত্যযাত্রীদের। প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি একই রকম রয়েছে। কখন স্বাভাবিক হবে সেই বিষয় কিছু জানা যায়নি।
আরও পড়ুন - পুলিশের জালে ১৪৪ কেজি নিষিদ্ধ মাদক, ধৃত ২