রাজ্যে ক্রমাগত বেড়ে চলেছে কোভিড(Covid) আক্রান্তের সংখ্যা। এর মাঝেই গঙ্গাসাগর(Gangasagar) মেলা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন চিকিৎসক অভিনন্দন মন্ডল। বুধবার সেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চে। জানা গেছে, বৃহস্পতিবার এই বিষয়ে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) হলফনামা জমা দেবে রাজ্য।
গঙ্গাসাগর(Gangasagar) মেলায় প্রতিবছর ১৮-২০ লক্ষ মানুষ আসেন। গতবছর করোনার(Coronavirus) মধ্যেও প্রায় ৮ লক্ষ্য পুণ্যার্থী হাজির হয়েছিলেন গঙ্গাসাগরে(Gangasagar)। ইতিমধ্যেই রাজ্য তথা দেশে করোনার তৃতীয় ঢেউ চলছে। করোনা রুখতে রাজ্য সরকারের তরফ থেকে জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। বিভিন্ন জায়গায় সমাবেশ বন্ধ করার নির্দেশিকা জারি হলেও গঙ্গাসাগরে(Gangasagar) মেলা কীভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারীর আইনজীবী।
অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের আইনজীবী আদালতে জানান, সারাদেশ থেকে গণপরিবহনের মাধ্যমে এই মেলায় আসেন মানুষজন। করোনার(Coronavirus) তৃতীয় ঢেউয়ে রাজ্যে চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে হাসপাতাল, চিকিৎসক, ওষুধ ছাড়া গঙ্গাসাগরের(Gangasagar) বুকে এত বড় জনসমাবেশ করা কি উচিত হবে, প্রশ্ন তুলেছেন তিনি।
আরও পড়ুন- Covid in Bidhannagar Commissionerate: করোনায় আক্রান্ত কমিশনার সহ বিধাননগরের মোট ৭ জন পুলিশকর্মী
বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। আদালত কী রায় দেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন চিকিৎসকরা।