বাংলা সফরের দ্বিতীয় দিনে কলকাতায় স্বামী বিবেকানন্দের বাড়ি (Swami Vivekananda's House) ঘুরে দেখলেন ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। মঙ্গল্বারের নানা রাজনৈতিক কর্মসূচির আগে সিমলা স্ট্রিটে স্বামীজির ভিটেবাড়ি ঘুরে দেখলেন তিনি।
মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে তাঁর গাড়ি পৌঁছয় স্বামীজির ভিটে বাড়ির সামনে। রাষ্ট্রপতি পদপ্রার্থীর নিরাপত্তায় আগে থেকেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছিল। দ্রৌপদীর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালেরা। ছিলেন বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও।
Boni-Kaushani's new film : কলকাতায় বসে ডাল বাটি চুরমা চচ্চড়ি রাঁধছেন বনি-কৌশানী, ব্যাপারখানা কী ?
স্বামীজির পাশাপাশি, রামকৃষ্ণ-সারদা দেবীর ছবি এবং কালী মূর্তিতেও ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান দ্রৌপদী মুর্মু। স্বামীজির বাড়িতে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন এবং মঠের সন্ন্যাসীরা। তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সিমলা স্ট্রিটের বাড়ির ভিজিটরস বুকে নিজের অভিজ্ঞতার কথা লিখলেন দ্রৌপদী।
মঙ্গলবার ঠাসা কর্মসূচি রয়েছে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থীর। সিমলা থেকেই তাঁর যাওয়ার কথা বাইপাসের ধারের একটি হোটেলে। সেখানে বিজেপি বিধায়ক এবং নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।