রাজ্যে ফের ঘনীভূত নিম্নচাপ। এর জেরে শুক্রবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া (Weaher Update) দফতর সূত্রে খবর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে (Bay of bengal) তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। সেই গভীর নিম্নচাপ শনিবার দুপুরেই অতি গভীর নিম্নচাপে (Depression) পরিণত হবে। এরপর তা ওড়িশার বালেশ্বর ও বাংলার সাগর দ্বীপের মধ্যে দিয়ে সন্ধেয় প্রবেশ করবে স্থলভাগে। তারপর ক্রমশ উত্তর ওড়িশা (Odisha), বাংলা ও ঝাড়খণ্ড পেরিয়ে ছত্তীসগঢ়ের দিকে এগোবে।
এর প্রভাবে শনি ও রবিবার গোটা দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে উপকূলের জেলা, সংলগ্ন জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। শনিবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনার জেরে লাল সতর্কতা জারি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
আরও পড়ূন- West Bengal Covid update: রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত ৪০০ জন, মৃত্যু হল ৫ জনের
বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় ভারী বৃষ্টি। মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া ও হুগলিতে। খারাপ আবহাওয়ার জন্য ইতিমধ্যেই কলকাতায় বিমানবন্দরে নামতে পারেনি ৮টি বিমান।