করোনার গ্রাফ খানিকটা নিয়ন্ত্রণে কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে কলকাতার ডেঙ্গু (Dengue situation) পরিস্থিতি। বর্ষায় ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গি পরিস্থিতি। সোমবার পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)। শহরে ইতিমধ্যেই ডেঙ্গু সংক্রমণ ৮০০ ছাড়িয়েছে।
১০৫, ১০৬, ১০৭, ১০৯, ১১৫, ১২১, কলকাতার এই ৬ টি ওয়র্ডই বেশি ভাবাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নামছে পুরনিগম। পাড়ায় পাড়ায় স্থানীয় ক্লাবগুলির সহযোগিতায় শুরু হচ্ছে ফিভার ক্যাম্প শিবির। শহরে বিভিন্ন জায়গায় ড্রোন ব্যবহার করে ডেঙ্গু দমনে কীটনাশক স্প্রে করা হবে। পাশাপাশি বাজারগুলিতে প্রচার করা হবে। ইতিমধ্যে শিশুদের জন্য বেড সংরক্ষিত করা হল বেলেঘাটা আইডি হাসপাতাল, বিসি রায় শিশু হাসপাতালে। অন্যদিকে ২৪ ঘণ্টা রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এসএসকেএম, এমআর বাঙুর, বেলেঘাটা আইডি, ট্রপিকালে।
BCCI in Supreme Court: সৌরভ, জয় শাহের জন্য আইন সংশোধন চায় বোর্ড, আজ আবেদন শুনবে সুপ্রিম কোর্ট
কলকাতায় ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। এছাড়া উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, দার্জিলিং নিয়েও যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনের।