মহাষ্টমীতে দুপুর থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে শহরের অধিকাংশ এলাকায়। বৃষ্টি মাথায় নিয়েই ঠাকুর দেখার হুজুগ ষোলোআনা। বৃষ্টিতে উত্তর কলকাতার একাধিক রাস্তায় যানজট। ঠাকুর দেখার আগে দেখে নিন, কোন রাস্তায় দিয়ে যাওয়া যাবে, আর কোন পথ এড়িয়ে চলবেন।
উত্তর কলকাতার একাধিক রাস্তায় যানজটে নাকাল হতে পারেন দর্শনার্থীরা। কলকাতা পুলিশ জানিয়েছে, বিকেল পাঁচটার মধ্যে শিয়ালদার একাধিক রাস্তায় যানজট আছে। রাজাবাজারেও যানজট আছে। উত্তর কলকাতার কলেজ স্ট্রিট, হেঁদুয়া, বিধান সরণি, শ্যামবাজারেও জ্যামে আটকে আছে গাড়ি। উত্তর কলকাতায় এদিকে একাধিক পুজোর প্যান্ডেল আছে। তাই যানজট বাড়ছে এই সব রাস্তায়।
আরও পড়ুন: এবারে হরিদেবপুর বিবেকানন্দ পার্কের থিম 'ভিন্ন দৃষ্টিকোণ'
এবার সন্তোষ মিত্র স্কোয়ারে লালকেল্লার জন্য এবার রেকর্ড ভিড় হচ্ছে। এদিকে টালা, বাগবাজার, কুমোরটুলির ঠাকুর দেখার জন্য বিটি রোডে তীব্র জ্যাম। এদিকে অষ্টমীতে বন্ধ আছে সূর্যসেন স্ট্রিট।
উত্তর কলকাতায় যানজট থাকলেও কিছুটা স্বাভাবিক আছে সল্টলেকের যান চলাচল। ভিআইপি রোডেও গাড়ি মসৃণ চলছে। ই এম বাইপাসেও যান চলাচল স্বাভাবিক।