আজ চতুর্থী। ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। উৎসবের এই সন্ধ্যায় শারদীয়ার আনন্দ ভাগ করে নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে চতুর্থীর সন্ধ্যে কাটাতে। বৃহস্পতিবার দুর্গাপুজোর প্রাক্কালে প্রতিবছরের মতোই নবনীড় বৃদ্ধাশ্রমে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন করেন বৃদ্ধাশ্রমের পুজোর। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং ইন্দ্রনীল সেন।
বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য বেশকিছু উপহারও নিয়ে যান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই সঙ্গীত পরিবেশন করেন আবাসনের বৃদ্ধারা। এরপর সন্ধ্যেবেলা রীতিমতো ঘরোয়া মেজাজে মাটির ভাড়ে চা খেতে বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে গল্প করেন তিনি। ইন্দ্রনীল সেন সেখানে মুখ্যমন্ত্রীর লেখা গান পরিবেশন করেন। তাঁর গানের সঙ্গে গলা মেলান বৃদ্ধাশ্রমের সকলে। তাঁরা সকলে মুখ্যমন্ত্রীর লেখা গানের ভূয়সী প্রশংসা করেন। ইন্দ্রনীল তাঁদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রীর লেখা গানের লিরিক্স।
মাটির ভাড়ে চা খেতে গেছে খোশ মেজাজে সকলের সঙ্গে গল্প করেন মুখ্যমন্ত্রী। মেতে ওঠেন হাসি, মজা, গল্পে। এদিন মুখ্যমন্ত্রী বলেন,'আমার, ববির, ইন্দ্রনীল আমাদের সকলের মা চলে গিয়েছেন। আপনারাই আমাদের ঘরের মা। আপনাদের দেখেই আমরা নিজেদের মায়ের কথা মনে করি। তাই প্রতি বছর পুজো শুরু হওয়ার আগে এখানে এসে আপনাদের সঙ্গে সময় কাটিয়ে যাই।' এদিন মুখ্যমন্ত্রী সকলকে কালীপুজোতে নিজের বাড়িতে আমন্ত্রণও জানান। সকলকে পুজো ভালো করে কাটাতে বলেন মুখ্যমন্ত্রী। তিনি সকলের চণ্ডীপাঠও করেন।