আজ ষষ্ঠী। মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিছুটা। তাই তৃতীয়া থেকেই ঠাকুর দেখতে শুরু করেছে বাঙালি। কারণ পুজো শেষ হলেই আবার ৩৬৫ দিনের অপেক্ষা। আর এত দিন অপেক্ষা করার পর শুধুমাত্র চার দিনে কি আর মন ভরে বাঙালির? আর বাঙালির কাছে পুজো শেষ মানেই পরের বছরের পুজো শুরু। নতুন ক্যালেন্ডার আসলেই পুজো কবে পড়েছে তা দেখে নেওয়া বাঙালির চিরকালের অভ্যেস। তাই ২০২২ এর দুর্গা পুজোর বোধনের দিনই দেখে নেওয়া যাক ২০২৩ সালের পুজোর দিন।
আগামী বছরের ক্যালেন্ডার অনুযায়ী, মহালয়া পড়েছে ১৪ অক্টোবর। অর্থাৎ শনিবার। ফলে মহালয়ার পরের দিন রবিবার। কাজেই পরদিন ছুটি পাওয়া যাবে। পঞ্চমী ১৯ অক্টোবর বৃহস্পতিবার। দেবীর বোধন হয় ষষ্ঠীতে। পঞ্জিকা অনুযায়ী পুজো শুরু হয় সেই দিন। ২০২৩ সালে ষষ্ঠী পড়েছে ২০ অক্টোবর শুক্রবার। সপ্তমী-অষ্টমী পড়েছে শনি এবং রবিবার। তারপর দিন সোমবার নবমী। দশমী ২৪ অক্টোবর মঙ্গলবার।
বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। তাই উৎসবের মরশুম মানেই শুধু দুর্গাপুজো নয়। ২০২৩ সালের ক্যালেন্ডারে লক্ষ্মী পুজো শনিবার,২৮ অক্টোবর। কালীপুজো ১২ নভেম্বর, রবিবার। ভাইফোঁটা ১৪ নভেম্বর, মঙ্গলবার।