মহালয়ার আগেই কলকাতার পুজোর গাইড ম্যাপ সামনে আনল কলকাতা ট্রাফিক পুলিশ। শনিবার ফেসবুক পেজে সেই ম্যাপ শেয়ার করা হয়েছে। ডাউনলোড করার লিঙ্কও দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।
শহরের কোন প্রান্তে কী পুজো, জানতে হিমশিম খেতে হয় জেলার একাংশকে। রোজ যাদের কলকাতা যাতায়াত আছে, তাদেরও সমস্যায় পড়তে হয়। অর্ধেক রাস্তা পুজোর সময় বন্ধ থাকে। যান নিয়ন্ত্রণ করে কলকাতা ট্রাফিক পুলিশ। ইতিমধ্যেই পুজোর জন্য সারারাত মেট্রো সার্ভিসের কথাও ঘোষণা করেছে কলকাতা মেট্রো। এই ম্যাপে মেট্রো স্টেশন খুঁজে পাওয়ায় সহজ হবে। চারভাগে ভাগ করা হয়েছে শহরকে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব কলকাতা। উত্তর ও মধ্য কলকাতা। দক্ষিণ শহরতলি ও দক্ষিণ পশ্চিম।
আরও পড়ুন: সার্কিট হাউসে থাকার অনুমতি নেই মিঠুনের, রাজনৈতিক ষড়যন্ত্রের আঁচ পাচ্ছে বিজেপি
এখনও এক সপ্তাহ বাকি দুর্গাপুজোর। আর আগে ইতিমধ্যে পুজোর উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। শ্রীভূমি, সল্টলেক এফডি ব্লক, টালা প্রত্যয়ের পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবছর পর কোভিডের প্রকোপ কাটিয়ে দুর্গাপুজো। এবার তাই ভিড় হবে বলেই আশা করা হচ্ছে। অন্য বছরের মতো এবারও তাই পুজোর গাইড ম্যাপ প্রকাশ্যে আনল কলকাতা পুলিশ।