জন্মাষ্টমীর দিন বেলুড় মঠের দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল । প্রতিবছর প্রথা মেনে জন্মাষ্টমীর দিনই কাঠামো পুজো হয় বেলুড়মঠে (Belur Math) । এবারও তার অন্যথা হল না । কাঠামো পুজোর (Kathamo Pujo) পরই এদিন থেকে শুরু হয়ে যাবে মণ্ডপ বাঁধার কাজ ।
বৃহস্পতিবার সকালে সাড়ে সাতটার সময় মূল মন্দির অর্থাৎ রামকৃষ্ণ মন্দিরের ডানদিকে কাঠামো পুজোর শুরু হয় । তার আগে মঙ্গল আরতি হয় । কাঠামোটি ফুল দিয়ে সাজানো হয় । নিয়ম মেনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে কাঠামো পুজো হয় বেলুড় মঠে ।
আরও পড়ুন, Howrah-Esplanade Metro: ১২ মিনিট অন্তর চলবে মেট্রো, হাওড়া-এসপ্ল্যানেড নিয়ে বড় আপডেট কর্তৃপক্ষের
উল্লেখ্য, স্বামী বিবেকানন্দের হাত ধরে মা দুর্গার পুজো শুরু হয় বেলুড়মঠে । আজও সেই ঐতিহ্য বজায় আছে । শতবছর পরেও সেই একই রীতিনীতি জাঁকজমকপূর্ণভাবে মেনে চলা হচ্ছে। প্রতিবছরই পুজোর সময় কয়েক লক্ষ ভক্তের সমাগম হয় বেলুড় মঠে । কুমারী পুজো, সন্ধি পুজো দেখার জন্য দূর-দূরান্ত থেকে মানুষ আসেন এখানে ।