হাওড়ায় বাম ছাত্র, যুবদের স্বাস্থ্য-দফতর অভিযান ঘিরে ধুন্ধুমার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জও করে। এই ঘটনার পরেই হাওড়া ময়দানে রাস্তার উপরে অবস্থানে বসে পড়লেন বাম নেতা কর্মীরা। অবস্থানে বসেন বামনেত্রা মীনাক্ষি মুখোপাধ্যায়, দীপ্সিতা ধর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।
ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। আন্দোলন আরও তীব্র হবে হুঁশিয়ারি বামনেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়। দাবি মানা না বলে এভাবেই আন্দোলন চলবে বলে দাবি বাম নেতৃত্বের।
হাওড়া জেলা হাসপাতালে এক নাবালিকা রোগীর শ্লীলতাহানির ঘটনা ঘটে। হাসপাতালের মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এই ঘটনায় যুক্ত দোষীদের শাস্তির দাবিতে হাওড়া স্বাস্থ্য দফতর অভিযানের ডাক দেয় বাম যুব সংগঠন। কর্মসূচিতে ছিলেন মীনাক্ষি মুখোপাধ্যায়, দীপ্সিতা ধর, ধ্রুবজ্যোতি সাহা, দেবাঞ্জন দে-সহ অন্য নেতা-নেত্রীরা।