শুরু হল ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের শিয়ালদহ স্টেশন। সোমবার ভার্চুয়াল মাধ্যমে এই স্টেশনের উদ্বোধন করলেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর উদ্বোধনের পরেই বিনা যাত্রীতেই শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছুটল সেক্টর ফাইভের দিকে। এদিন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি জানান, বাংলায় মেট্রোর পরিকাঠামোর উন্নতি সবসময় তৎপর কেন্দ্র। সেইসঙ্গে বাংলার মানুষের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতটা উদ্যোগী, তা তথ্য তুলে জানান স্মৃতি।
গত কয়েকদিন ধরে এই স্টেশনের উদ্বোধন ঘিরে বিস্তর চাপান-উতোরের সাক্ষী কলকাতা। প্রথমে ডাকা না হলেও, রবিবার তড়িঘড়ি করে মুখ্যমন্ত্রীকে এই স্টেশনের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়। এদিন সকালেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর পদ্ধতি নিয়ে বিস্তর অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। প্রতিবাদে অনুষ্ঠান বয়কটের ডাক দেওয়া হয়। এই পরিস্থিতিতেই হাওড়া ময়দান থেকে ভার্চুয়াল উপায়ে শিয়ালদহ স্টেশনের উদ্বোধন করেন স্মৃতি ইরানি।
শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ। ২১ মিনিটের এই যাত্রাপথের ভাড়া ধার্য করা হয়েছে ১০ টাকা। আধুনিক প্রযুক্তি এবং পরিকাঠামো দিয়ে সাজানো হয়েছে শিয়ালদহ স্টেশনকে। কলকাতা মেট্রোর আপাতত একমাত্র স্টেশন, যেখানে যাত্রীরা নামতে পারবেন দুটি প্ল্যাটফর্মের উপরেই।