ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা (East-West Metro service)বন্ধ থাকবে আগামী ১৯ ও ২৬ অগাস্ট। সল্টলেক সেক্টর-ফাইভ (Salt Lake sector v) থেকে শিয়ালদহ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড- ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুই বিচ্ছিন্ন অংশকে সফটওয়্যার এবং হার্ডওয়্যার প্রযুক্তির মাধ্যমে যোগ করার কাজ শুরু করে দিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। তার ফলেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। ফলে, শনিবার যাঁদের এই মেট্রো ধরে কর্মক্ষেত্রে যেতে হয়, তাঁদের ১৯ ও ২৬ অগাস্ট বিকল্প রাস্তায় যেতে হবে। দুই শনিবার ট্রেন না চলার ফলে মেট্রোর ইঞ্জিনিয়াররা পর পর দু'সপ্তাহ ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের সুযোগ পাবেন।
আরও পড়ুন: বিদ্যুৎ বিভ্রাটেও থমকাবে না তিলোত্তমার 'লাইফলাইন', অত্যাধুনিক প্রযুক্তি কলকাতা মেট্রোয়
উল্লেখ্য, পরিকাঠামো উন্নয়নে বাড়তি গুরুত্ব দিচ্ছে কলকাতা মেট্রো। সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে বসানো হবে ‘ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম’। দেশের মধ্যে প্রথম কলকাতা মেট্রোয় (Kolkata Metro) এই অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে। এর ফলে বিদ্যুৎ বিপর্যয় হলেও সুড়ঙ্গের মধ্যে আর মেট্রোর রেক আটকে পড়বে না।