আগামী শনিবার বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট (East-West Metro) মেট্রো পরিষেবা। এদিন শিয়ালদহ (Sealdah) থেকে সল্টলেক সেক্টর ফাইভের (Sector V) মধ্যে কোনও মেট্রো চলবে না। বৃহস্পতিবার একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কলকাতা মেট্রোর তরফে।
মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, আগামী শনিবার অর্থাৎ ২৬ অগাস্ট সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের মধ্যে 'ইন্টিগ্রেটেড সেফ্টি টেস্ট' করা হবে। যে কারণে ওই শাখায় বন্ধ থাকবে মেট্রো চলাচল।
আরও পড়ুন - আন্তর্জাতিক স্তরে নির্বাসিত কুস্তি সংস্থা, মোদী সরকারকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী
শুধু এই শাখায় নয়। শনিবার ইস্ট ওয়েস্ট মেট্রোয় হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের নির্মীয়মাণ অংশতে ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের কাজ হবে।