প্রতীক্ষার অবসান। রবিবার প্রাথমিকের টেট পরীক্ষা (TET Exam 2022)। এবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
শুক্রবার পূর্ব রেলের (Eastern Railway) মুখ্য জনসংযোগ আধিকারিক একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, শিয়ালদহ ও ব্যারাকপুর স্টেশনের মধ্যে ৫টি অতিরিক্ত ট্রেন চলবে। শিয়ালদহ থেকে এই ৫টি ট্রেন ছাড়বে সকাল ৮টা, ৯টা ০৫, ৯টা ২৮, ৯টা ৪০, সাড়ে ১০টা ও ১১টায়। সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত পরীক্ষা। শিয়ালদহ -নৈহাটিতে এক জোড়া আপ-ডাউন ট্রেন দেওয়া হয়েছে। শিয়ালদহ থেকে সকাল ৯টা ৩৪ মিনিটে ছাড়বে আপ ট্রেন। নৈহাটি থেকে ডাউনের সময় ১০টা ৪৭ মিনিট।
আরও পড়ুন: টেট পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবা, রবিবারেও ছুটবে অতিরিক্ত মেট্রো
কর্ড লাইন ও দক্ষিণের শাখায় শিয়ালদহ থেকে একাধিক আপ ও ডাউন ট্রেন চলবে। সকাল ১১টা ২৬ মিনিটে ডানকুনি থেকে ডাউন ট্রেন শিয়ালদহ আসবে। সকাল ৭টা ৩২ মিনিটে ছাড়বে আপ মধ্যমগ্রাম লোকাল। বারাসাত থেকে ১০টা ৪০ মিনিটে ডাউন ট্রেন চলবে। এছাড়া দত্তপুকুর, বজবজ, সোনারপুর, ক্যানিং, বারুইপুর রুটে এক জোড়া করে অতিরিক্ত ট্রেন ছাড়বে।