কুন্তল ঘোষের ১০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি। ইডি সূত্রে খবর, এই অ্যাকাউন্টগুলিতেও কোটি টাকার উপরে রয়েছে।
পাশাপাশি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ২০টি অ্য়াকাউন্টও ফ্রিজ করেছে ইডি। তাঁর অ্যাকাউন্টে দেড় কোটি টাকা পাওয়া গিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখনও পর্যন্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মোট ২৫টি অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। অ্যাকাউন্টগুলির মধ্যে শান্তনু, তাঁর স্ত্রী ও তাঁদের সংস্থার অ্য়াকাউন্ট আছে বলেই খবর।
শুক্রবারই আদালতের বাইরে কুন্তল ঘোষ তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করেন। শান্তনুর অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, তাঁর কাল্পনিক কথাবার্তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেন না তিনি। তৃণমূল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েও মুখ খোলেন তিনি। জানান, দলের সিদ্ধান্ত মাথা পেতে নেবেন তিনি।