শহরে ফের ইডির হানা। এবার সল্টলেকে অভিযান চালালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। ঝাড়খন্ডের এক ব্যবসায়ীর বাড়ি তল্লাশি চলে বলেই খবর। পাচার সংক্রান্ত বেশ কিছু নথির হদিশ পেতেই শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি।
শুক্রবার সকালে ইডির আধিকারিকরা চারটি দলে ভাগ হয়ে কলকাতা ও সল্টলেকের বেশ কিছু জায়গায় তল্লাশি শুরু করেন। একটি দল যায় সল্টলেকের এইচবি ব্লকে ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়িতে। এই নিয়ে গত এক বছরে তিনবার ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালালো ইডি।
আরও পড়ুন- West Bengal Weather Update: ফের রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে শীতের আগে বৃষ্টির সম্ভাবনা
কয়লা-গরু পাচার সংক্রান্ত বেশ কিছু নথি তাঁর বাড়িতে থাকতে পারে বলেই অনুমান ইডি আধিকারিকদের। ফলে শুক্রবার সকাল থেকেই ফের শুরু হয়েছে তল্লাশি অভিযান।