তল্লাশি শেষে আটক উমেশ আগরওয়ালের ছেলে রমেশ আগরওয়াল। প্রায় ২৪ ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চলে উল্টোডাঙ্গার ওই বহুতলে। সেখানকার মোটর টেনিং স্কুল থেকে মিলেছে আপাতত দেড় কোটি টাকা। রমেশের সঙ্গে অনলাইন গেমিং প্রতারণা মামলায় অভিযুক্ত আমির খানের যোগসাজশ থাকার অভিযোগ। সেই সূত্র ধরেই বুধবার তল্লাশি চালায় ইডি।
জানা গিয়েছে, ফ্ল্যাটের ভিতর একটি আলমারি ভেঙে একটি ল্যাপটপ ও বেশ কিছু নথি মিলেছে। তবে শুধু উল্টোডাঙার এই ফ্ল্যাটই নয়, শহরের আরও বেশ কিছু জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন বলে খবর। বুধবারই মধ্য ও দক্ষিণ কলকাতার আরও দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলে। বুধবার সকাল আটটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে উল্টোডাঙার ওই ফ্ল্যাটে যায় ইডি। মানিকতলা থানার পুলিশও বুধবার সন্ধেয় যায় ঘটনাস্থলে। পুলিশকর্মীরা ওই বহুতল ঘিরে রাখেন।
আরও পড়ুন- ED Raid in Ultadanga: শহরে ফের টাকার পাহাড়, উল্টোডাঙ্গার ফ্ল্যাট থেকে উদ্ধার শতাধিক নোটের বান্ডিল
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর আমিরের বাড়ি থেকে উদ্ধার হয় লক্ষাধিক টাকা। সাড়ে ১৪ ঘন্টার তল্লাশি শেষে টাকার অঙ্ক বেড়ে হয় সাড়ে ১৭ কোটি। কলকাতার তিন জায়গায় হানা দিয়েছিল ইডি। এর মধ্যে ছিল বন্দর এলাকা গার্ডেনরিচ। আমির খানের বাড়ির খাটের তলা থেকে উদ্ধার হয় প্লাস্টিক প্যাকেটে মোড়া নোটের তাড়া। নোট গুনতে খবর যায় ব্যাঙ্কে। আটটি মেশিনের চেষ্টায় শেষ হয় গণনা।