বালিগঞ্জে সন্দীপ জৈনের বাড়ি ও তাঁর অফিসে তল্লাশি চালালো ED। RG কর হাসপাতালের মেডিক্যাল ইকুইপমেন্ট সাপ্লাইয়ের কাজ করতেন তিনি। সন্দীপ জৈনের ওই কোম্পানির নাম সিটকো। সেখানেই তল্লাশি চালানো হয়। তাঁর গোটা বাড়ি এবং অফিস ঘিরে রেখেছেন CISF জওয়ানরা।
এদিকে মঙ্গলবার সকাল থেকেই তৎপর ইডি । এদিন, আর জি করে দুর্নীতির তদন্তে রাজ্যের ৬ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । মঙ্গলবার সকাল সকাল ইডির একটি দল পৌঁছেছে শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের হুগলির ঠিকানায় । সেখানে দাদপুরের দাঁড়পুর গ্রামে সুদীপ্ত রায়ের বাংলোয় তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারীরা । অন্যদিকে, তৃণমূল বিধায়কের উত্তর কলকাতার বাড়িতেও চলছে ইডির তল্লাশি ।
উল্লেখ্য, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে । যার দিকে তাকিয়ে গোটা রাজ্য। শীর্ষ আদালতে নিজেদের স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার আগে মহিলা চিকিৎসকের মৃত্যুর তদন্তে সোমবার ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যদিও জেরায় কী উঠে এসেছে, তা স্পষ্ট করা হয়নি।