এসএসসি দুর্নীতিতে এবার সল্টলেকের মহিষবাথানে হানা দিল কেন্দ্রীয় এজেন্সি ইডি। শনিবার সকালে এই ঘটনায় গ্রেফতার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ এক শিক্ষকের কোচিং সেন্টারে হানা দেন ইডির কর্তারা। তদন্তকারীদের দাবি, শিক্ষক দুর্নীতির সঙ্গে এই কোচিং সেন্টারের যোগ থাকতে পারে।
মহিষবাথানের এই কোচিং সেন্টার থেকে মূলত টাকার বিনিময়ে বিভিন্ন চাকরির প্রতিশ্রুতি দেওয়া হত। এমনটাই দাবি ইডি সূত্রে। পরে তদন্তকারীরা জানতে পারেন, টাকাই নেওয়া হত, কোনও কোর্স করানো হত না। একইসঙ্গে এই সেন্টার থেকে কোনও চাকরিপ্রার্থী চাকরি পেয়েছিলেন কীনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এদিন সকালে ইডির হানার সময় তা বন্ধ ছিল। শেষ পর্যন্ত চাবিওয়ালা এনে শাটার ভাঙতে হয়।
সোমবার শেষ হচ্ছে মানিক ভট্টাচার্যের ইডির মেয়াদ। ওই দিনই তাঁকে আদালতে পেশ করা হবে।