ফ্ল্যাট, বাড়ির পর এবার অর্পিতা মুখোপাধ্যায়ের দোকানে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার একযোগে কলকাতার বেশ কয়েকটি জায়গায় অর্পিতার নেল আর্টের দোকানে হানা দেয় ইডি। সূত্রের খবর, বরাহনগরের টবিন রোডে দোকান ভেঙে ভিতরে ঢোকেন তদন্তকারীরা। এছাড়াও তল্লাশি চলে দক্ষিণ কলকাতার পন্ডিতিয়া রোড এবং দক্ষিণ শহরতলির পাটুলিতে। মঙ্গলবার সকালেই বরাহনগরে অর্পিতার নেইল আর্ট শপের তালা ভাঙার জন্য চাবিওয়ালাকে ডাকে ইডি। চাবিওয়ালাকে দিয়ে শাটারের তালা খুলিয়ে দোকানে ঢোকেন আধিকারিকরা।
এদিনই জোকার হাসপাতালে অর্পিতা দাবি করেন, স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতিতে যে বিপুল টাকা উদ্ধার হয়েছে, তা তাঁর নয়। এমনকি, সেই টাকা রাখা হয়েছিল তাঁর অজান্তেই। অর্পিতার এই দাবির পরেই ফের তল্লাশি শুরু করে ইডি। পৌঁছে যায় শহরের তিন কোণে।
শুধু বরানগর নয়। ইডি সূত্রে খবর, মঙ্গলবার শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা অর্পিতার বিভিন্ন পার্লারে গিয়ে তদন্ত করছেন ইডি আধিকারিকরা। তাঁদের একটি দল গিয়েছে গড়িয়াহাট এলাকার পণ্ডিতিয়া রোডে। দ্বিতীয় দলটি মাদুরদহ এবং তৃতীয় দল বরানগরে অর্পিতার বন্ধ দোকানে যায়। চতুর্থ দলটি গিয়েছে পাটুলিতে।