নিয়োগ দুর্নীতি মামলায় দুদিন আগেই সল্টলেকের আবাসনে তল্লাশি করা হয়েছিল। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মী অর্ণব বসুকে তলব করল ইডি। গত বুধবার তাঁর আবাসনে হানা দেন আধিকারিকরা। মোবাইল, ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়।
তদন্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিক অর্ণব বসুর নাম জানতে পারেন তদন্তকারী আধিকারিকরা। এরপই তাঁর দুটি ফ্ল্যাটে হানা দেয় ইডি। জানা যায়, দুই সাক্ষীকে নিয়ে সল্টলেকের ফ্যাটে আসেন তদন্তকারী আধিকারিকরা। সেখানে একাধিক নথি ঘেঁটে দেখেন তাঁরা। অর্ণব বসু কীভাবে নিয়োগ দুর্নীতিতে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। তাঁকে জেরা করতে চায় ইডি।
নিয়োগ দুর্নীতি মামলায় হাই কোর্টের নির্দেশে এই মামলার তদন্ত করছে ইডি । গ্রেফচতার হয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়রাও গ্রেফতার হয়েছেন। গ্রেফতার হয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক মানিক ভট্টাচার্যও।