তৃণমূলের যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee) ফের তলব ইডির (ED)। গত বুধ ও বৃহস্পতিবার তাঁকে সিজিও কমপ্লেক্সে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন ইডির তদন্তকারী আধিকারিকরা। শুক্রবারই তাঁকে তলব করেছে ইডি। শান্তনু ও কুন্তলকে মুখোমুখি জেরা করার সম্ভাবনা।
বৃহস্পতিবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। বুধবারও তাঁকে ১২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, বাড়িতে যে নথি পাওয়া গিয়েছে, তা নিয়ে জেরায় মুখ খোলেননি শান্তনু। তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে লেনদেন হয়েছে কিনা, তাও জানাতে চাননি শান্তনু। এবার দুজনকে মুখোমুখি জেরা করে নতুন তথ্য জানার চেষ্টা করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
আরও পড়ুন: রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখে 'জয় বাংলা' কেন, অনুযোগ শুভেন্দু অধিকারীর
উল্লেখ্য, শুক্রবার কুন্তল ঘোষ জানান, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কোনও কথা বলতে পারবেন না তিনি। একই এলাকার বাসিন্দা হলেও তিনি চেনেন না। শান্তনু বন্দ্যোপাধ্যায়ও ইডি-কে জানান, তিনিও কুন্তল ঘোষকে চেনেন না।