মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ দিলীপ ঘোষের বিরুদ্ধে। নির্বাচন কমিশনে অভিযোগ করেছিল তৃণমূল। এবার পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপের বিরুদ্ধে সরাসরি আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্খনের অভিযোগ ওঠে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সূত্রে জানা গিয়েছে, জেলাশাসকের কাছ থেকে এই নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট এলে তা দিল্লিতে কমিশনের দফতরে পাঠানো হবে। কমিশন খতিয়ে দেখে সিদ্ধান্ত জানাবে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে দুর্গাপুর শহরে প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ করে বলে অভিযোগ। এই নিয়ে দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষ করেন তৃণমূলের নেতা-নেত্রীরা।