৪ পুরভোটের (Municipal Elections) সমস্ত ভোটকেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ (CCTV Footage) সংরক্ষণ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে (Election Commission)। ৪ পুরভোটে সন্ত্রাস নিয়ে মামলায় কমিশনকে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই ব্যাপারে রাজ্য ও নির্বাচন কমিশনের কাছে হলফনামা চেয়েছে আদালত। ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভা নির্বাচন। এই ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে রাজ্যের কী ভাবনা, তাও হলফনামায় জানাতে হবে আদালতকে।
৪ পুরসভা ভোটে তৃণমূল কংগ্রেস (TMC) নিরঙ্কুশ জয় পেয়েছে। নির্বাচনে সন্ত্রাসের অভিযোগে হাইকোর্টে মামলা করে বিজেপি (BJP)। তারই শুনানিতে বিজেপির হয়ে সওয়াল করেন আইনজীবী রঞ্জিত কুমার। তিনি আদালতে জানান, কমিশন চার পুরসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) প্রয়োজনীয়তা বোধ করেনি। সন্ত্রাস ফিরেছে। মৃত মানুষের ভোট পড়েছে। শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় চার বছর আগে প্রয়াত হয়েছেন। তাঁর ভোটও পড়ে গিয়েছে। আসানসোলে বিজেপির প্রার্থী ও কর্মীরা আক্রান্ত। বোমাবাজি হয়েছে। চন্দননগর ও শিলিগুড়িতেও বিভিন্ন ঘটনা হয়েছে।
আরও পড়ুন: উত্তরপ্রদেশের কুশিনগরের একটি গ্রামে 'গায়ে-হলুদ' চলাকালীন কুয়োতে পড়ে মৃত্যু হল ১৩ জনের
আদালতে বিজেপির আইনজীবী সওয়াল তোলেন, নির্বাচনের মধ্যেই দুয়ারে সরকার, পাড়ায় সমাধান প্রকল্প চলছে। এটা নির্বাচনী বিধি ভঙ্গ। কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অবিলম্বে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্প বন্ধ রাখা উচিত।