লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের ২ আধিকারিককে দায়িত্ব থেকে সরাল নির্বাচন কমিশন। সোমবার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অমিত রায় চৌধুরী ও জয়েন্ট সিইও রাহুল নাথ। দুই অফিসারের পরিবর্তে নবান্নের কাছে নতুন নামও চেয়েছে কমিশন।
গত ১০ বছর ধরে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে রয়েছেন অমিত রায় চৌধুরী। অন্যদিকে জয়েন্ট সিইও রাহুল নাথও ৬ বছর ধরে পদে আছেন। সূত্রের খবর,নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ রাখতেই দুই আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে।
ভোটঘোষণার পর আদর্শ আচরণবিধি চালু হওয়া ইস্তক রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও অপসারণ করে নির্বাচন কমিশন। এর আগে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম- এই চার জেলার জেলাশাসককে সরানোর নির্দেশ দেয় কমিশন।