শহরে বৈদ্যুতিক বাস (Electric Bus) আগেই চালু হয়ে গিয়েছে। এবার কলকাতা শহরকে দূষণমুক্ত করতে ব্যাটারি চালিত গাড়ি (Electric Car) বাড়ানোর পরামর্শ দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
শুক্রবার মাহিন্দ্রা সংস্থার একটি ব্যাটারি চালিত গাড়িতে টেস্ট ড্রাইভ করেন মেয়র ফিরহাদ হাকিম। এরপরেই তিনি সংবাদমাধ্যমকে জানান,পরিবহণ দফতর চাইছে কলকাতা পৌর সংস্থার গাড়িগুলিকে ধীরে ধীরে ব্যাটারি চালিত গাড়িতে পরিণত করতে। যাতে ইলেকট্রিক গাড়ি চালানোর ফলে বায়ু দূষণের পরিমাণ কম হয়।
আরও পড়ুন- চলতি মাস থেকেই রেশন কার্ডে বড় বদল রাজ্যে, মিলতে পারে বাড়তি খাদ্যসামগ্রী?
তিনি আরও জানান, কলকাতা পুরসভার যেসব গাড়ি ১৫ বছরের উপরে হয়ে যাচ্ছে। সেই সব গাড়ির পরিবর্তে ভবিষ্যতে ব্যাটারিচালিত গাড়ি ব্যবহার করা হবে। অন্যদিকে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল, ডিজেলের দাম। জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে ব্যাটারি চালিত গাড়ি সাধারণ মানুষকে স্বস্তি দেবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।